মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর:
জামালপুরে নৌকা প্রতীকের একটি প্রচার কেন্দ্র ভাঙচুরের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আছাদুজ্জামান আকন্দ বাবুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) গতকাল দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ২৭ ডিসেম্বর দুপুর ২টার সময় জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হক দাখিল মাদরাসা ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচার কেন্দ্র পরিচালনা কমিটির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়কসহ ৫ জনকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার সঙ্গে স্থানীয় চিহ্নিত বিএনপি দলীয় সস্ত্রাসী এবং মাদক কারবারিদের মদদ দিয়ে, আপনি এহেন অপরাধ সংগঠিত করেছেন। ওই বিষয়ে স্থানীয় নেতাদের অভিযোগ রয়েছে। ওই বিষয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় আপনাকে (আছাদুজ্জামান) এক নম্বর আসামি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত-বিএনপি জোটের যে অপ-তৎপরতা দেশব্যাপী চলমান রয়েছে। তার অংশ হিসেবে ভোট কেন্দ্র পরিচালনা কমিটির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সস্ত্রাসী কর্মকাণ্ডে চিহ্নিত বিএনপি দলীয় সস্ত্রাসীদের মদদ দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে সামিল হয়েছেন বিধায়, আপনি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ বিশ্বাসঘাতকতা করেছেন। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনাকে গঠনতন্ত্রের ৪৭ (৬) অনুচ্ছেদে বর্ণিত বিধান অনুযায়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। কেন আপনাকে চুড়ান্তভাবে সংগঠন থেকে বহিষ্কার প্রদানের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সুপারিশ প্রেরণ করা হবে না-তা আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রদান করার জন্যে বলা হলো।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ আসাদুজ্জামান আকন্দের সাময়িক অব্যহতির বিষয়টি নিশ্চিত করেছেন।