মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ জেলায় আওয়ামী লীগের জনসভায় জামালপুরের পাঁচটি আসনে নৌকায় ভোট চেয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গতকাল বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভার আয়োজন করে জামালপুর জেলা আওয়ামী লীগ। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস করছে। আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। ভোটারদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। জনগণের ম্যানডেট নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে।
তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে সন্ত্রাসী দল আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধী দল। এসব দল না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এটা আমরা বিশ্বাস করি না। এবার ভোটারদের অংশ গ্রহণেই নির্বাচন হবে। নির্বাচনের পরিবেশ যেন সুন্দর, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়। এবারের নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। যার ভোট সেই চাইবেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটাই আমাদের স্লোগান। এই স্লোগান দিয়েই আমরা ক্ষমতায় এসেছিলাম।
জেলা আওয়ামী লীগের পক্ষের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ জনসভার সভাপতিত্ব করেন। এ সময় জামালপুর-১ আসনে নূর মোহাম্মদ, জামালপুর-২ আসনে ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ আসনে মির্জা আজম, জামালপুর-৪ আসনে মাহবুবুর রহমান হেলাল, জামালপুর-৫ আসনে আবুল কালাম আজাদসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তাপস এন্ড ফেন্ডস ব্যান্ড ও গান বাংলা টেলিভিশনের শিল্পীরা।