স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে স্বতন্ত্র হেবিওয়েট প্রার্থী হিসেবে ‘ট্রাক মার্কায়’ ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ পিন্সিপাল আব্দুর রশিদ।
প্রতীক বরাদ্দের পর থেকেই সমানতালে প্রচার-প্রচারণায় দেখা গেছে স্বতন্ত্র প্রার্থীদের। এ সময় ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। জনগণের কাছে তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়নের চিত্র। তারা মনে করেন প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রার্থীকে ব্যাপক ভোটে হারিয়ে জয় লাভ করবে স্বতন্ত্র।
প্রচারণার ধারাবাহিকতায় শরিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাচন উপলক্ষে উপজেলার ডোয়াইল ইউনিয়নে সাধারণ মানুষের কাছে পৌঁছে ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আব্দুর রশিদ।
এসময় তার সর্মথক কর্মীদের নিয়ে ইউনিয়নে সমগ্র এলাকার হাট-বাজার এবং বিভিন্ন মোড় এলাকায় লিফলেট বিতরণ করে ট্রাক মার্কায় ভোট চেয়ে ভরপুর প্রচারণা করছেন।
ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ পৃথক পথসভা ও উঠান বৈঠক বলেন, দেশ ও বিদেশে গ্রহনযোগ্য করার ক্ষেত্রে অবদান রাখার উদ্দেশ্যেই এবার প্রধানমন্ত্রীই নির্বাচন করার অনুমতি দিয়েছেন। তাই স্বতন্ত্র থেকেই মাঠে আছি। এ আসনে আমার জনপ্রিয়তা ব্যাপক, নির্বাচনে জয়ী হয়ে যেতে চাই সংসদে।
উল্লেখ্য: জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। এখানে মোট ভোটারের সংখ্যা-২,৮৯,২৬১ জন। আ.লীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে এই আসনে নির্বাচন করছেন প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। এছাড়াও স্বতন্ত্র থেকে ঈগল মার্কায় সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত এই প্রচারণা চলবে এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।