রাজধানীর ৩০০ ফুট সড়কে ওভার স্পিড, যততত্র পার্কিং, রেসিং, উল্টো পথে গাড়ি চলাচলসহ নানা অনিয়ম ঠেকাতে ট্রাফিক অভিযান চালিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ ও গুলশান ক্রাইম বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হওয়া অভিযান রাত সাড়ে ১০টা পর্যন্ত চালানো হয়। এখন থেকে প্রতিদিন এই অভিযান মধ্যরাত পর্যন্ত চলবে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান ট্রাফিক বিভাগে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাফিজুর রহমান।
এডিসি হাফিজুর রহমান বলেন, আজ বিকেল থেকে শুরু হওয়া অভিযানে ট্রাফিক আইন ভঙ্গ করায় ১৩টি মামলা দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৪টি মোটরসাইকেল ও কার রেকার করা হয়েছে। প্রায় দুই শ গাড়িকে ওভার স্পিড নিয়ন্ত্রণ করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
ভবিষ্যতে তারা এ ধরনের কাজ করবে না বলে প্রতিশ্রতি দেন। তাদের গাড়ির নম্বর রেখে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল করলে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, আজ ছিল অভিযানের প্রথমদিন।
তাই সতর্কতার অংশ হিসেবে ছোটখাটো ভুলের জন্য অনেককে ছাড় দেওয়া হয়েছে, তারা আর এই ভুল করবে না এই মর্মে ছাড় পান। ভবিষ্যতে যাতে ওভার স্পিড ও উল্টোপথে গাড়ি চলাচল না করে এ জন্যই মূলত আমাদের এই অভিযান।
অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, প্রায় সময় অভিযোগ পাওয়া যায় এই সড়কে ওভার স্পিড, মধ্যরাতে গাড়ি নিয়ে হৈহুল্লোড়, কার রেসিং, উল্টো পথে চলাসহ অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গ করা হয়। এতে সাধারণ চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনা ঘটে থাকে। জানা যায়, কুড়িল থেকে মস্তুল এলাকা পর্যন্ত ডিএমপি নিয়মিত অভিযান চালাবে। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলার অংশেও আগামীকাল থেকে নিয়মিত অভিযান চালানো হবে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, আমরা বিভিন্ন সময়ে আমাদের অংশে অভিযান চালিয়ে থাকি। গাড়ি চলাচলে সড়কের সকল অনিয়ম ঠেকাতে চেকিং পোস্টও বসানো হয়েছে। যেহেতু ডিএমপি অংশে আনুষ্ঠানিক অভিযান চালানো হয়েছে। আমরাও আগামীকাল থেকে আরো বড় পরিসরে সড়কে গাড়ি চলাচলে সকল অনিয়ম ঠেকাতে অভিযান চালাব। যাতে রাত ১১টার পর কেউ অযথা গাড়ি নিয়ে এসে হৈহুল্লোড়, উল্টোপথে চলা এবং রেসিং করতে না পারে।