জাতীয়
Mission 90 News
Send an email
ডিসেম্বর ১৮, ২০২৩সর্বশেষ আপডেট ডিসেম্বর ১৮, ২০২৩
প্রতীক নিতে হাজির হচ্ছেন প্রার্থীরা
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক নিতে ঢাকা বিভাগীয় কমিশনে হাজির হচ্ছেন প্রার্থীরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনের সম্মেলনকক্ষে তাঁরা উপস্থিত হচ্ছেন।
তবে বিভাগীয় কমিশনের কোনো কর্মকর্তা এখনো সম্মেলনকক্ষে এসে উপস্থিত হননি। সকাল ৯টায় বিভাগীয় কমিশনের সম্মেলনকক্ষে গিয়ে দেখা যায়, প্রতীক নিতে ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন এসে উপস্থিত হয়েছেন।
এরপর এসে উপস্থিত হন ঢাকা-৪ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন স্বপন।
আওলাদ হোসেন জানান, তিনি ট্রাক প্রতীক চাইবেন। আর মনির হোসেন স্বপন জানান, তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।