স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে চোরাই মটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের ৪ সদস্যকে গেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল এলাকায় সরিষাবাড়ী থানা পুলিশ ও তারাকান্দি তদন্তকেন্দ্র পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গেপ্তার করে।
আটককৃতরা হলেন- টাংগাইল গোপালপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে হাবিবুর রহমান হিরা (২৮), একই থানার গোবিন্দপটল এলাকার আবুল কালামের ছেলে সোলায়মান হোসেন (২৩), ছয়ের আলীর ছেলে সুজন মিয়া (২৩) এবং চাঁন মিয়ার ছেলে রিপন মিয়া (২৬)।
সরিষাবাড়ী থানা সূত্র জানায়, অপরাধী একটি চক্র বেশ কিছুদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ীতে অবস্থানরত আটককৃত ব্যক্তিদের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে তাদের নিজ নিজ বাড়ি হতে কাগজপত্র বিহীন লাল রং এর TVS RTR 160cc, Pulsar 150cc এবং Pulsar 150cc মোট ৩টি মটরসাইকেল জব্দ করে এবং আসামীদের আটক করেন। পরে গেপ্তারকৃত আসামীসহ পলাতক ২/৩ জনকে অজ্ঞাতনামা করে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের অপরাধে আসামীদের বিরুদ্ধে ৪১৩ ধারায় মামলা নং-৮ দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন।
এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইর্নচাজ (ওসি) মুশফিকুর রহমান প্রেস ব্রিফিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন ও পলাতক আসামীদের গেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।