স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
বাঙালি জাতির শ্রেষ্ঠতম দিন বিজয় দিবস। মহান এই বিজয় দিবসে সুশৃঙ্খল পরিবেশের মধ্যদিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসেনের সংসদ সদস্য ডা: মুরাদ হাসান।
শনিবার সকালে (১৬ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার আ.লীগের দলীয় পুরাতন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পরপরই জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এবং সর্মথক নেতাকর্মীরা। পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনায় মহাদান ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলী মাস্টার, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পৌর যুবলীগের সুমন চাকলাদার, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক সেলিম আল-মামুন, যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল হক সজনু, ছাত্রলীগ নেতা জিএস রাজন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ-সময় আলোচনায় ডা. মুরাদ হাসান তার বক্তব্যে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলি নিয়ে নেতাকর্মীদের সাথে মুক্ত আলোচনা করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে বিশেষ দোয়া এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।