মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (শনিবার) সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি, ভিআইপি এবং আমন্ত্রিত অতিথিরা।
স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে শুক্রবার রাত ৩টা থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ি চলাচল বন্ধ থাকবে।
ওই দিন পরিবহন চালকদের গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিকল্প সড়ক হিসেবে ডিএমপি জানিয়েছে, সব যানবাহন ঢাকা বিমানবন্দর-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।