মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর
জামালপুর সদর উপজেলার কুমারিয়া গ্রামে গলায় ফাঁস দেয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) ভোরে সদর উপজেলার কুমারিয়া গ্রামে ভাইয়ের বসতঘরে খাটের পায়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম হোসেন (৮৬) সদর উপজেলার জামিরা গ্রামের মৃত ময়েজ উদ্দিন ছেলে।
সদর উপজেলার কুমারিয়া গ্রামের ছোট ভাইয়ের বাড়ি থেকে ইব্রাহিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এরপর স্থানীয় মেম্বার এবং আওয়ামী লীগ নেতাদের আবেদনে মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানিয়েছেন, বৃদ্ধ ইব্রাহিম দীর্ঘ দিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। তিনি গত ছয় বছর ধরে কুমারিয়া গ্রামে ছোট ভাই ময়নালের বাড়িতে থাকতেন। রোববার ভোর সাড়ে ৫টায় ছোট ভাইয়ের স্ত্রী ইব্রাহিমকে ঘরে খাটের পায়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় এলাকার ইউপি মেম্বার এবং আওয়ামী লীগের নেতাদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়। তিনি বলেন, সুরতহাল রিপোর্টে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।