জামালপুর

সরিষাবাড়ীতে শিক্ষাবিদ আব্দুর রশিদের ‘মনোনয়নের দাবিতে’ গণ মিছিল ও সমাবেশ

স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি

জামালপুরের-৪ সরিষাবাড়ী আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী শিক্ষাবিদ আলহাজ্ব আবদুর রশিদ’এর মনোনয়নের দাবিতে বিশাল গণ মিছিল ও সারাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে গণ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শরিবার (২৯ জুলাই) বিকালে উপজেলা আওয়ামী লীগ শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গণ সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র মনির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেজগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য শিক্ষাবিদ আলহাজ্ব আব্দুর রশিদ।

Image

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ ড হারুর অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ঠাকুর প্রমুখ। এসময় সমাবেশ সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশের মধ্যে সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাস শুরু করেছে। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। যারা দেশের সম্পদ নষ্ট করবে জন সাধারণকে সাথে নিয়ে রাজপথে তাদের এ ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker