মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ছানোয়ার জাহান শিমুল (২৮) নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ছানোয়ার জাহান শিমুল শেরপুর জেলার চর জঙ্গলদী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে জামালপুরে চাকরির একটি সাক্ষাৎকার দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ছানোয়ার। এরপর জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাঁর লাশ উদ্ধার করে জামালপুর রেলওয়ে থানায় নিয়ে যায়। দুপুরে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পেয়ে থানায় যান।
নিহত ব্যক্তির চাচা মো: আলামিন মণ্ডল বলেন, ছানোয়ার ২০১৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০১৯ সালের দিকে অসুস্থতার কারণে চাকরি থেকে অবসর নেন। এর পর থেকে গ্রামের বাড়িতেই থাকতেন। স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। গত শুক্রবার পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। নতুন স্ত্রীকে সকালে বাসায় রেখে ছানোয়ার জামালপুরে যান। এমন মৃত্যুতে আত্মীয়স্বজন থেকে শুরু করে এলাকার সবাই শোকাহত।
জামালপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বলেন, বগালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।