কিশোরগঞ্জ

হোসেনপুরে ৬ জুয়ারি গ্রেফতার

মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় নগদ অর্থ ও সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো উপজেলার একই গ্রামের জৈনুদ্দিনের ছেলে জসিম উদ্দিন, মো: চন্দু মিয়ার ছেলে মকবুল হোসেন, আব্দুল হাইয়ের ছেলে মাজহারুল ইসলাম, রহমত আলীর ছেলে কুদরত আলী, অহেদ আলীর ছেলে নুরুল হক ও পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার কাউলিকান্দা গ্রামের আব্দুল জব্বারের ছেলে হোসেন আলী। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে জুয়া খেলার নগদ অর্থ ও সরঞ্জামাদি সহ তাদেরকে গ্রেফতার করা হয়। 

এদিকে, একই দিন বিকেলে আরেক অভিযানে ৮ মাসের সাজা ও ৭ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামী আবু রায়হানকেও গ্রেফতার করেছে পুলিশ।  সে উপজেলার হলিমা মৌলভী বাড়ির শামসুর রহমানের ছেলে৷ 

হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু এসব তথ্য নিশ্চিত করেছেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker