স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সাতপোয়া ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
ইউপি সদস্য জহুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, সরিষাবাড়ী থানার অফিসার ইর্নচাজ মুশফিকুর রহমান, উপজেলা আ’লীগের অর্থ-বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন চান, চর-জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিছ আলী, ইউপি সদস্য শাহজাহান আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা সামাজিক নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ইউনিয়ন রূপান্তরিত হতে সামাজিক কর্মকান্ড বাল্যবিয়ে, মাদক-সন্ত্রাস, ইভটিজিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ-সময় ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।