আব্দুস সাত্তার,প্রতিনিধি,টাঙ্গাইল:
ভোটারের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম তার মনোনয়ন পত্র বাতিল করেন।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। মনোনয়ন পত্র বাতিল হওয়ায় দু’কুল হারালেন তিনি। জানাগেছে,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্রে ভোটারের স্বাক্ষরে ভূঞাপুরের মাদারিয়া পূর্বপাড়া গ্রামের মো. আরফান আলী সেকের স্বাক্ষর নেয়া হয়েছে। কিন্তুু মো.আরফান আলী সেক স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করে বলেন,আমি কোথাও স্বাক্ষর দেইনি।
আমার স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর আবেদনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর করে জমা দিয়েছেন। সেখান থেকে ১০ ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। সেখানে ৯টি ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়। একজন ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১ এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। আইন অনুযায়ী তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, মো. আরফান আলী সেক স্বাক্ষর দেয়ার পর অস্বীকার করছেন। তার বাড়িতে তাকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে আমি আপিল করবো।