মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে মনোনয়নপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-১ আসনে (সদর-হোসেনপুর) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বাংলাদেশের যুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি।
বুধবার দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আবুল কালাম আজাদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদান কালে জেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. এম এ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, হোসেনপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।