মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর
জামালপুর-৫ (সদর) আসনে বাংলাদোশ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন সাবেক সচিব আবুল কালাম আজাদ।
আজ রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মনোনয়ন তালিকা ঘোষণা করেন।
আবুল কালাম আজাদ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি ১৯৫৭ সালে ৭ জানুয়ারী জামালপুরে জন্মগ্রহণ করেন।
কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেন।তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব; বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব; প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, জামালপুর-৫ (সদর) আসনের দলীয় মনোনয়ন কিনেছেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সালেহীন রেজা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও জাহিদ আনোয়ার এবং জেলা আওয়ামী লীগের সদস্যরে রেজাউল করিম রেজনু।