সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বাসারচালা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ: মো: আনিছুর রহমান কে সখিপুর উপজেলা শাখা ইমাম সমিতি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তার বিরুদ্ধে সমাজবাসীর নানা ধরনের অভিযোগ রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে, বাসারচালা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আতোয়ার রহমান বলেন – ইমাম সাহেবের বিরুদ্ধে মসজিদ কমিটির নানান বিষয়ে মতবিরোধ চলছে অনেকদিন ধরে, বাসারচালা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও বাসারচালা সমাজবাসীরা দ্বিধাদন্দে আছেন।
সখিপুর উপজেলা শাখা ইমাম সমিতি থেকে হাফেজ মোঃ আনিছুর রহমান কে অব্যাহতি দেয়ার পরও তিনি বহাল তবিয়তে আছেন। এ বিষয়ে সখিপুর উপজেলা শাখা ইমাম সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, হাফেজ মো: আনিছুর রহমানের বিরুদ্ধে বাসারচালা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির অনেক অভিযোগ রয়েছে। অভিযোগ গুলো সমাধানের জন্য আমাদের সমিতিতেও তাকে ডাকা হয়েছে, কিন্তু তিনি আসেন নি, এমতাবস্থায় আমাদের সংগঠনের নিয়মঅনুযায়ী বাসারচালা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির ইমাম সাহেব কে সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমাদের সমিতিতে কয়েকবার ওনাকে ডাকা হয়, কিন্তু ইমাম সাহেব আমাদের ডাকে সারা দেয়নি।