কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক এবিএম চঞ্চল।
তিনি হোসেন পুর উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের কৃতিত্ববান সন্তান।হোসেনপুরের নানাবিধ ইতিহাস তুলে ধরে বহুমুখী সমস্যার নিরসন চেয়েছেন,হোসেনপুরবাসীর পক্ষে, তিনি বলেন-
কলকাতা শহরটি গড়ে ওঠেছিল ৩ টি গ্রাম নিয়ে।, সুতানটি,গোবিন্দপুর ও কলকাতা। তেমনি হোসেনপুর শহরটিও ৩ টি গ্রামের অংশ নিয়ে গড়ে ওঠে।ঢেকিয়া,আড়াইবাড়িয়া ও দ্বীপেশ্বর। শহরটির পূর্ব ইতিহাস আমি ” হোসেনপুরের ইতিহাস ” গ্রন্থের পাণ্ডুলিপিতে বলতে চেষ্টা করেছি। এখানে শুধু উপজেলার চলমান দুরবস্থার কিছু কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য তুলে ধরতে চাই। বর্তমান সামাজিক যোগাযোগের কল্যাণে আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন
যেমন,” আমাদের হোসেনপুর “, ” প্রিয় হোসেনপুর, ” আমরার হোসেনপুর, ” হ্যালো গোবিন্দপুর,” মাধখলা ভাতৃত্ব ফোরাম,সোনালি চরপুমদী, শিশুদের হাসি ফাউন্ডেশন, ” অসহায় মানুষের পাশে, হোসেনপুর ছাত্র ছাত্রী ফোরাম, হোসেনপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইত্যাদি সংগঠনগুলো তাদের সাধ্যমত কাজ করে যাচ্ছে। কিন্তু এসব সংগঠনের অধিকাংশই স্টুডেন্ট। ফলে তাদের পক্ষে আর কতটুকুই বা করা সম্ভবপর? তাই এ উপজেলার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব,সরকারি প্রশাসন, হোসেনপুর থানা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, অতি সত্বর নিচের সমস্যা সমাধানে যত্নবান হবেন।
মাননীয় এমপি মহোদয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রদ্ধেয় জনাব মশিউর রহমান হুমায়ুন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত উপজেলা চেয়ারম্যান, পৌরসভার সম্মানিত মেয়র,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির সম্মানিত সদস্য জনাব আনোয়ারুল কবির ভূঞা,
সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সম্মানিত সার্কেল অফিসার,সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা সবার কাছেই আমাদের একান্ত আহ্বান, হোসেনপুর উপজেলার সমস্যাগুলোর দিকে সদয় দৃষ্টি দিবেন।আধুনিক হোসেনপুর গড়বার প্রত্যয়শীল অঙ্গীকার নিয়ে আপনারা একটি সুস্থ, স্বস্থ, পরিচ্ছন্ন ও নিরাপদ হোসেনপুর উপহার দিবেন,এ বিশ্বাস আমাদের হৃদয়ের গভীরে প্রোথিত। আশা করছি, আমরা আশাহত হব না।
কারণ,হোসেনপুরের প্রতি আপনাদের ভালবাসার কোনো কমতি নেই।
★ পল্লীবিদ্যুতকে PDB র আওতায় আনা
★ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্নতা
★ ময়লা- আবর্জনার দুর্গন্ধ দূরীকরণ
★ পৌরসভার ভিতরের রাস্তায় বাতি নিশ্চিত করা
★ উপজেলার সকল রাস্তা পাকা করণ
★ কাওনা ব্রিজসহ সকল ক্ষতিগ্রস্ত ব্রিজ মেরামত
★ সকল বিদ্যালয়ে খাবার পানি,টয়লেট নিশ্চিত করা
★ অবৈধ বালুউত্তোলন বন্ধ করা
★ সকল ভূমিদস্যুদের বিচারের আওতায় আনা
★ মদ- জুয়ার আসর বন্ধ করা
★ চিকিৎসা সেবা আরো আধুনিকীকরণ
★ শহরের বেদখল ফুটপাত দখলে আনা
★ মসজিদ, মন্দির, গীর্জার পাশে মাইকিং বন্ধ করা।