গাজীপুর মহানগরের কাশিম পুরে যাত্রীবাহী বাসের চাপায় রোকেয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধা নিহতা হয়েছে।
মঙ্গলবার( ৭ই সেপ্টেম্বর) সকালে ৯ টার দিকে কাশিমপুরের মোজার মিল এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পাশে আমেরিকান টেবোকো কারখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের মৃত মীর শহিদের স্ত্রী।
নিহতদের আত্মীয় ও পুলিশ সূত্রে জানাযায় নিহত ঐ বৃদ্ধা কয়েকদিন আগে কাশিমপুরের জরুন এলাকায় মেয়ের বাসায় বেড়াতে আসে। এদিকে মেয়ে ও তার স্বামী স্থানীয় পোষাক কারখানার শ্রমিক হওয়ার তারা ডিউটিতে থাকা কালিন ঐ বৃদ্ধা বাড়িতে যাওয়ার জন্য গাড়ির টিকেট কাটতে গেলে সেখানে ঢাকাগামী ঠিকানা পরিবহনের (ঢাকা মেট্রো -ব-১৫-৬৬৩৪) যাত্রী বাহী বাস পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আটককৃত বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।
এ ঘটনায় কাশিমপুর থানার উপ পরিদর্শক হানিফ মিয়া জানান ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ঘাতক বাসের বিরুদ্ধে মামলা করা হবে।