ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হলে ইসরায়েল অনির্দিষ্ট সময়ের জন্য ফিলিস্তিনি ছিটমহলের নিরাপত্তার দায়িত্ব নিতে পারে। তবে তিনি এটিও বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর গাজা উপত্যকা জয়, দখল বা শাসন করবেন না।
নেতানিয়াহু মার্কিন টেলিভিশন আউটলেট ফক্স নিউজকে আরো বলেছেন, “নিরাপত্তা হুমকির মোকিবিলার জন্য প্রয়োজনে ওই উপত্যকায় একটি ‘বিশ্বাসযোগ্য বাহিনী’ পাঠানো হবে।” তিনি বলেন, ‘হামাসকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের আক্রমণ চালিয়ে যাবে।
কোনো ভাবেই এটি থামাতে পারবে না।’নেতানিয়াহু আবার বলেছেন, ‘গাজায় বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত ইসরাইল যুদ্ধবিরতিতে রাজি হবে না।’
তিনি বলেন, ‘আমরা গাজা জয় করতে বা দখল করতে চাই না এবং আমরা গাজা শাসন করতেও চাই না।’ নেতানিয়াহু আরো বলেন, ‘একটি বেসামরিক সরকার প্রয়োজন।
ইসরায়েলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ৭ অক্টোবরের মতো হামলা আর কখনো না ঘটতে পারে। সেখানে আমাদের একটি বিশ্বাসযোগ্য বাহিনী থাকতে হবে, যা প্রয়োজনে গাজায় প্রবেশ করবে এবং খুনিদের হত্যা করবে। কারণ এই ব্যাবস্থায় হামাসকে রোধ করবে।’
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি গতকাল সাংবাদিকদের উত্তর গাজায় ইসরায়েলের চার ঘণ্টা করে বিরতিতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, এ বিষয়ে তিন ঘণ্টা আগে ঘোষণা দেওয়া হবে। হোয়াইট হাউস একে সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার থেকেই এটি শুরু হওয়ার কথা। প্রসঙ্গত, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী শুধু গাজা সিটিতে চার ঘণ্টার একটি মানবিক বিরতি দিয়েছিল। জন কারবি যুক্তরাষ্ট্র সরকারের এত দিনের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, এখন সার্বিক যুদ্ধবিরতির সময় নয়।
তা হামাসকে তাদের ৭ অক্টোবরের কর্মকাণ্ডকে বৈধতা দিতে সাহায্য করবে।