স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা হরতাল সহিংসতা কখনই বাস্তবায়ন করতে পারবে না সরিষাবাড়ীর মাটিতে। সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্দেশনায় তার কর্মী সর্মথকরা রাজপথেই রয়েছেন।
বুধবার (১ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার পিংনা ইউনিয়নের বিভিন্ন রাস্তায় জুড়ে পর্যায়ক্রমে মিছিল ও সমাবেশ করে পিংনা ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা।
এ-সময় পিংনা যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারন সম্পাদক সেলিম আল-মামুন, যুগ্নসম্পাদক রেজাউল হক সজনু সহযুবলীগের যুগ্ন-সম্পাদক রেজাউল হক সজনু, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইউপি সদস্য আক্তার, ইউপি সদস্য বাবুল, যুবলীগ নেতা কামাল হোসেন, ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগের শিহাব, কবির, সুমন, সোহেল রানা সহ সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিএনপি-জামায়াতকে হুঁশিয়াড়ি করে সমাবেশ ও মিছিলে তারা বলেন, ওদের কোন সন্ত্রাস-নৈরাজ্য মেনে নেওয়া হবে না। তাদের অপরাজনীতির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আ.লীগ সব সময় প্রস্তুত রয়েছে জামায়াত-বিএনপিকে প্রতিহত করা জন্য। সরিষাবাড়ীর রাস্তায় গাড়ি চলবে, দোকানপাট খোলা থাকবে, মানুষ নীরভয়ে রাস্তায় চলাচল করবে। বিএনপি কোন বাধাঁ দিলে মুরাদ হাসানের নির্দেশে তাদের কে প্রতিহত করতে পিংনা যুবলীগ প্রস্তুত আছে।