মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে মধ্য রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাত ১টার পর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার পর হেলমেট পরিহিত ছয় দুষ্কৃতকারী দুটি মোটরসাইকেলে করে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় যায়। পরে তারা সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।