► ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো বলেছেন, ইসরায়েল গাজায় স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে কখন এটি ঘটবে তা তিনি স্পষ্ট করে বলেননি। তেল আবিব থেকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ কেবল শুরু।’
► গাজায় জ্বালানি ফুরিয়ে যাওয়ায় হাসপাতালগুলো জরুরি সেবা ছাড়া বাকি সব সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
ইসরায়েল গাজায় জ্বালানি পৌঁছাতে বাধা দিয়েছে এবং হামাসের বিরুদ্ধে তেল মজুত করার অভিযোগ করেছে।
► জাতিসংঘ বলেছে, গাজায় মানবিক সংস্থাগুলো জ্বালানির ঘাটতির সম্মুখীন হচ্ছে। ফলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদেরও সব সেবা বন্ধ করে দিতে হতে পারে।
► মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে স্থিতাবস্থায় ফিরে আসার কোনো সুযোগ নেই।
যেমনটা গত ৬ অক্টোবরও ছিল।
► জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের বিষয়টি নিয়ে তিনি মর্মাহত। তিনি বলেছেন, স্পষ্টভাবে ইসরায়েলের ওপর হওয়া ‘সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড’-এর নিন্দা জানান। তবে হামাস এই আক্রমণ এমনিতেই করেনি।