স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাখতে জামালপুরের সরিষাবাড়ীতে ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২২অক্টোবর) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে স্বর্গীয় মহেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে চাপারকোনা দিগন্ত স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক।
এসময় উপস্থিত ছিলেন, ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন, সাবেক চেয়ারম্যান জোসনা, সরিষাবাড়ী থানার ওসি মহব্বত কবির, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
টুর্নামেন্টে এম এ সাত্তার একাদশ ও চর পোগলদিঘা হাজী ছালমা ফুটবল একাদশ অংশ নেয়। ফুটবল টুর্নামেন্ট দেখতে বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ ভীড় করেন।
খেলায় শেষ সময় পর্যন্ত কোনো দল গোল না করায় খেলাটি ড্র হয়। পরে ট্রাইবেকারে হাজী ছালমা ফুটবল একাদশ এম এ সাত্তার একাদশকে ৪-২ গোলে পরাজিত করে। পরে অতিথিরা টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন।