স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা আয়োজনের মধ্যদিয়ে ‘শেখ রাসেল দিবস’-২০২৩ উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রোমে এই উপলক্ষে আলোচনা ও কেক কাটা, শিশুদের মাঝে উপকরণ বিতরণ এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ বদরুল হাসান জানান, দুই বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (ছোট ছেলে) কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি (ঢাকা বিশ্ববিদ্যালয়) ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
আজ তার ৬০তম জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কর্ণার এবং ভর্তি থাকা সকল শিশুদের মাঝে উপকরণ (গুনগত মানের খাবার চকলেট) বিতরণ করা হয়েছে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হল রোমে আলোচনা, কেক কাটা এবং স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
এ-সময় জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম, ডাঃ সীমান্ত সাহা সহ সকল নার্স এবং সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।