আব্দুস সাত্তার, প্রতিনিধি,টাঙ্গাইল:
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে কালিহাতীর এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলা ভবনের ছাদে ডিউটিরত এসআই মনসুর পাশের বৈদু্যতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।
মহাসড়ক দিয়ে শুক্রবার (ভোরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইউরেনিয়াম ফুয়েল নেওয়াকালে তিনি নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, শুক্রবার ভোরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইউরেনিয়াম ফুয়েল নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় মহাসড়কে এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলা ভবনেরছোদে ডিউটি করছিলেন এসআই মনসুর। এ সময় ছাদের পূর্ব পাশের একটি বৈদু্যতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ছাদ ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারে আগুন লাগে।
হঠাৎ আগুনের একটি গোলা এসআই মনসুরে শরীরে এসে পড়লে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে পাশে ডিউটিতে থাকা নায়েক নাজমুল আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। তিনি আরও জানান, এ সময় কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ কামরুল ফারুক উৎসব ফিলিং স্টেশনের পাশে রাউন্ড ডিউটিতে ছিলেন।
খবর পেয়ে তিনি দ্রুত ছাদে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে এসআই মনসুরকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটায়তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়।