স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে আলতা হল সংলগ্ন উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারন সম্পাদক ফারহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহবীর ইসলাম দোলন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল, কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য ফজলুল হক, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্যরা বলেন, ‘আ.লীগ সরকারের হাত শক্তিশালী করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশ যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিএনপির ষড়যন্ত্র রুখতে, তাদের দাত ভাঙা জবাব দিতে হবে। বাংলাদেশ আওয়ামী-যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এমন কার্যক্রম গ্রহণ করেছেন।
এ-সময় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগে সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।