স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদনকারী ৭৫ জন পাট চাষীদের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আজ (২০ সেপ্টেম্বর) বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রোমে এই প্রশিক্ষণ কর্মসূচি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার এর সভাপত্বিতে প্রশিক্ষণ কর্মসূচিতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা অণুপ সিংহ, সরিষাবাড়ী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন, পাট পরিদর্শক আওরংগবেব, জেলা হিসাব সহকারী জাহিদ হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, ‘সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। তাই পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।