স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
নদীর পানির ছলাত ছলাত শব্দ আর বাদ্যযন্ত্র ঢোলের তালে ’নৌকার বৈঠা চলেছে তালে তালে। আর সেই ঢোলের শব্দে বৈঠা চালানোর চিত্র দেখতে এসেছেন দুইপাড়ে হাজার হাজার মানুষ।
শুক্রবার ও শনিবার (১৬ সেপ্টেম্বর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া ব্রীজপাড় সংলগ্ন ঝিনাই নদীতে দুইদিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জানা যায়, চরবালিয়া যুব সমাজ ও বলারদিয়ার যুব সমাজের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের ১ম দিন ১২টি নৌকা খেলায় অংশ গ্রহণ করেন। ২য়দিন ৬টি নৌকার মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে নির্বাচিত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে মরটসাইকেল, দ্বিতীয় পুরস্কার ষাঁড় গরু, তৃতীয় পুরস্কার এলএডি টিভি দেওয়া হয়।
দুইদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতায় ১ম দিন সভাপত্বিত করেন ইউনিয়র আ.লীগের সভাপতি আব্দুল জলিল ফকির।প্রতিযোগিতার ২য় দিন ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক হারুন-অর রশিদ। এসময় নৌকা বাইচ আয়োজিত কমিটি ইউপি সদস্য আব্দুল মালেক, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, বিপুল, সাইদুল ইসলাম, বাচ্চু মিয়া প্রমুখ। গ্রামবাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচে উৎসব দেখতে উপজেলার বিভিন্ন এলাকার পান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার নারী-পুরুষ।