স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
ঢাকা তেজগাঁও থানা আ.লীগের সভাপতি ও সরিষাবাড়ী আ.লীগের সদস্য এবং জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন- দেশের দৃষ্টিময় উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। জননেত্রী শেখ হাসিনা দেশে যে পরিমাণ উন্নয়ন করেছেন সেটা সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আ.লীগের নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে।
গত শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর আ.লীগের সভাপতি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাটারা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল, মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসেন শিবলু প্রমুখ। এসময় ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত এর দেশ বিরোধী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে পিংনা বাজার থেকে ভাটার এলাকা পর্যন্ত প্রধান সড়কে বিশাল এক মটরসাইকেল শোডাউন করেন এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ এর সমর্থকরা। এতে প্রায় অর্ধ-হাজার মটরসাইকেল নিয়ে এই শোডাউন পরিচালিত হয়। পরে শোডাউন শেষে ভাটার স্কুলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।