মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে রাব্বি মিয়া নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) সকালে হোসেনপুর পৌরসভার নতুন বাজার এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হোসেনপুর থানা পুলিশ। সে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের মো: আলাল মিয়ার ছেলে।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহ অব্যাহত আছে বলেও জানান তিনি।