স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করা মেসার্স ফাইভ স্টার অটো রাইস মিলের (২নম্বর) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত বুধবার (৯ আগস্ট) রাত সাড়ে নয় টার দিকে পৌরসভার বলারদিয়ার গ্রামে চৌধুরী মোড় সংলগ্ন মেসার্স ফাইভ স্টার অটো রাইস মিলে (বৈদ্যুতিক শর্ট সার্কিট) থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে গুদামঘরসহ প্রায় ৬০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
গুদামের সত্ত্বাধিকারী খালেদ সাইফুল্লাহ সাইম জানান, ‘অগ্রণী ব্যাংক যমুনা সারকারখানা শাখা থেকে তিনি এক কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫০০ ফিটের গুদামঘর, মেশিনারিজ জিনিসপত্র, ধান, কুড়াসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে এবিষয়ে সঠিক জানেন না কেউ। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ-বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিস্যার মিজানুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। পরে ১৫-২০মিনিট সময় লাগে আগুন নিয়ন্ত্রণ করতে। স্থানীয়দের ভাষ্যমতে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটেছে। তবে প্রাণহানি বা আহতে কোন ঘটনা ঘটেনি।