
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা হয়ে গেছে। শনিবার (১ জুলাই) দুপুরে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
দেখা যায়, রাবনা, রসুলপুর, পৌলি, এলেঙ্গা, হাতিয়া ও সল্লাসহ কোথাও কোনো প্রকার যানজট নেই। তবে দুপুরের পর থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।
এর আগে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। ফলে উত্তরবঙ্গগামী যাত্রীরা ভোগান্তি মাথায় নিয়ে বাড়ি ফেরেন।
উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে ১৫-২০ হাজার যানবাহন সেতু দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় তিন গুণের বেশি।