ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আট কিলোমিটার পথে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপারের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়ক স্বাভাবিক হতে শুরু করে।
সেতুর ওপরে দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে দফায় দফায় টোল আদায় বন্ধ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এ অবস্থার সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুইবার সংঘর্ষ ও একবার গাড়ি বিকল হয়। এতে রাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট শুরু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান কালের কণ্ঠকে বলেন, ‘অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যান বিকল হওয়ার কারণে সেতুর পূর্ব এলাকায় ধীরগতি আছে। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ি চলমান।
আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।’