টাঙ্গাইল

রাত পোহালেই ভোট: আলোচনার শীর্ষে গামছা- অগ্নি পরীক্ষার মুখোমুখি নৌকা

আগামীকাল ২১শে জুন বাসাইল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটারদের মাঝেও চলছে নানা হিসাব-নিকাশ। সব কিছু মিলিয়ে বাসাইল পৌরসভায় বয়ছে নির্বাচনী উৎসবের হাওয়া। 

পাড়া মহল্লায়, চায়ের দোকান গুলোতে চলছে আলোচনার ঝঁড়,কে হবে আগামী পাঁচ বছরের জন্য পৌর পিতা। তবে সব কিছু ছাপিয়ে জনজরীপ ও ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত গামছা প্রতীকে নির্বাচন করা তরুণ মেয়র প্রার্থী রাহাত হাসান টিপু। 

ভোটাররা বলছে তারা তাদের সেবক চায়,পৌর পিতার পরিবর্তন চায়,এরই ধারাবাহিকতায় তারা এবার রাহাত হাসান টিপু কে নির্বাচিত করবেন।

ভোটাররা মনে করেন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিপুল ভোটের ব্যবধানে রাহাত হাসান টিপুর গামছা প্রতীক মেয়র পদে জয়লাভ করবেন।

এদিকে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আঃ রহিম আহাম্মেদের সামনে রয়েছে কঠিন অগ্নি পরীক্ষা। গত পাঁচ বছরে পৌরসভার তেমন কোনো উন্নয়ন না করতে পারা,আশানুরূপ সেবা প্রদান করতে পারার করনে এইবার জনগণ থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই মেয়র প্রার্থী। 

তাছাড়া তিনি বর্তমান সাংসদ এডভোকেট জোয়াহের সমর্থীত হওয়ায় বাসাইল উপজেলা আওয়ামীলীগের একাংশ গোপনে তার বিরুদ্ধে কাজ করছেন বলে জানা গেছে।

যার ফলে তাকে বিজয় হতে হলে দিতে হবে এক কঠিন অগ্নি পরীক্ষা। 

নির্বাচনে গামছা, নৌকা ছাড়াও নারিকেল গাছ প্রতীকে নির্বাচন করছে বাসাইল উপজেলা বিএনপির সদ্য বহিষ্কার হওয়া সভাপতি এনামুল করিম অটল।

প্রসঙ্গত, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯০৭ জন ও নারী ভোটার ৯ হাজার ৫৩০জন। ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্র রয়েছে। আর ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৫৩টি। আগামীকাল ২১ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker