জাতীয়

সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর জন্মদিন পালন

ইমরুল হাসান, সখীপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি

সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর ৭৬ তম জন্মদিন পালন করেছে, সখীপুর উপজেলা ছাত্র আন্দোলন।

এ সময় উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা ছাত্র আন্দোলনের সি: সহ-সভাপতি কবি শেখ সাদিক, সি: সহ-সভাপতি ইমরুল হাসান সিকদার, সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম শাফি, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি নয়ন আহমেদ, যুগ্ম সম্পাদক, বিল্লাল হোসেন, সাদ্দাম, সিয়াম, হযরত আলী সহ ছাত্র আন্দোলনের সখীপুর উপজেলা এবং পৌরসভার নেতাকর্মী। বঙ্গবীরের জন্মদিনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের জন্য দোয়া কামনা করা হয়, এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

বঙ্গবীরের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো:-

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ৭৬ তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ১৪ জুন এই বীর সন্তান জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মুহাম্মদ আবদুল আলী সিদ্দিকী ও মা লতিফা সিদ্দিকী। পৈতৃক নিবাস টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে। ৭৭ বছরে পা রাখা কাদের সিদ্দিকী তাঁর জন্মদিনে দেশ ও জাতির কল্যাণে শান্তি কামনা করেছেন।

ছোটবেলা থেকেই কাদের সিদ্দিকী প্রতিবাদী, সাহসী ও অন্যায়ের সঙ্গে আপসহীন। তাঁর ডাক নাম বজ্র। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় তিনি ‘বাঘা সিদ্দিকী’ হিসেবেও খ্যাতিমান।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইল তথা দেশকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয়ে প্রায় ১৭ হাজার মুক্তিযোদ্ধা ও বিপুল সংখ্যক স্বেচ্ছা সেবকের সমন্বয়ে কাদের সিদ্দিকী গঠন করেন একটি গেরিলা বাহিনী। কাদের সিদ্দিকী বাহিনীর সর্বাধিনায়ক হওয়ায় বাহিনীটি ‘কাদেরীয়া বাহিনী’ নামে সুপরিচিত। কাদেরীয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা ১১ নম্বর সেক্টরে কমপক্ষে তিন শতাধিক ভয়াবহ সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন এবং প্রায় তিন হাজার হানাদার সদস্যকে হত্যা করেন। 

কাদের সিদ্দিকী নিজে ৩০টিরও বেশি সম্মুখযুদ্ধে সরাসরি নেতৃত্ব দেন।ফলে পাকিস্তানি হানাদার বাহিনীসহ আলবদর, আলশামস, রাজাকারদের কাছে আতঙ্কের নাম ছিল কাদেরীয়া বাহিনী। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর কাদেরীয়া বাহিনীর সহায়তায় কালিহাতী উপজেলার পৌলীতে ভারতীয় ছােত্রীসেনারা অবতরণ করেন।

১১ ডিসেম্বর কাদেরীয়া বাহিনীর নেতৃত্বে টাঙ্গাইল হানাদারমুক্ত হয়। মহান স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ অবদানের জন্য কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধুর সরকার বীর-উত্তম খেতাবে ভূষিত করে। খেতাব নম্বর-৬৮, সেক্টর নম্বর-১১।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মুক্তিবার্তা লালবই নম্বর-০১১৮০২০৪৯৪, বাংলাদেশ গেজেট নম্বর-২৫৪০, জাতীয় তালিকা নম্বর-৮২। 

কাদের সিদ্দিকী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। 

১৯৯৬, ২০০১ সালে তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে কাদের সিদ্দিকী নিজেই প্রতিষ্ঠা করেন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা প্রতীক)। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

রাজনীতিবিদের পাশাপাশি তিনি একজন সুলেখক। বিভিন্ন পটভূমিতে তাঁর লেখাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তিনি। তার রচিত ‘স্বাধীনতা ৭১’ গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং কাদেরীয়া বাহিনীর প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker