মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর
জামালপুর সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭ ) শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুরে জামালপুর জিলা স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।টূর্ণামেন্ট উদ্ভোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি: মো: মোজাফফর হোসেন সিআইপি, আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল ইসলাম।
পরে টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় উপজেলার শরিফপুর ইউনিয়ন দল ও দিগপাইত ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলার নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকার অনুষ্ঠিত হয় এবং ৫-৪ গোলে দিগপাইত ইউনিয়ন দল শরিফপুর ইউনিয়ন দলকে পরাজিত করে।
জানা যায়, টুর্নামেন্টে সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন দল অংশগ্রহণ করবে। আগামী ১৭ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।