স্বপন মাহমুদ, জামালপুর জেলা প্রতিনিধি
রাজনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ বাংলাদেশ ছাত্রলীগ। আওয়ামী-লীগ দলের জন্য ছাত্রলীগের ভূমিকা অন্যতম। সামনের দিনগুলোতে ছাত্রলীগের নেতৃত্ব আরো গতিশীল করতে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (পদপ্রার্থী) হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন রাজপথ কাপানো ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান পূর্ণ।
জানা যায়, মাহমুদুল হাসান পূর্ণ উপজেলার ডোয়াইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালিয়া গ্রামের মাহফুজ ফকিরের এক মাত্র সন্তান এবং ডোয়াইল ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি আব্দুল জলিল ফকিরের ভাতিজা। তিনি ঢাকার ইউনিভার্সিটি অফ ইনফরমেশন ট্যাকনোলজি অ্যান্ড সাইন্স কলেজের অনার্স (এলএলবি) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। সে রাজনৈতিক কর্মকান্ড হিসাবে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং ডোয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রলীগের নতুন কমিটিতে এবার সাধারন সম্পাদক হিসেবে নিজে নাম লেখাতে চান তিনি। ইতিমধ্যে মাহমুদুল হাসানকে সাধারন সম্পাদক হিসাবে দেখতে চান এমন পোষ্ট দিয়ে তৃনমূল ছাত্রলীগের নেতাকর্মীরা ফেইজবুক গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন।
এছাড়া তৃনমূল নেতাকর্মীরা মনে করেন মাহমুদুল হাসান পূর্ণ সাধারণ সম্পাদক হলে ছাত্রলীগ সংগঠনটি আরও গতিশীল এবং শক্তিশালী হবে। বিএনপি জামায়াতকে প্রতিহত করতে পারবে। তাই মাহমুদুল হাসান পূর্ণ কেই উপজেলা ছাত্রলীগের সাধারাণ সম্পাদক হিসেবে প্রয়োজন।
এব্যাপারে ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদুল হাসান পূর্ণ বলেন, ‘আমি আওয়ামী পরিবারের একজন সন্তান হিসেবে তৃনমূল থেকে উঠে এসেছি। আমার পরিবার বিএনপি দ্বারা নির্যাতিত আওয়ামী পরিবার। তৃনমূলের শতশত ছাত্রলীগের কর্মীদের বিশ্বাস ও আস্থা অর্জন করেছি। আশাকরি উপজেলা ছাত্রলীগের সুযোগ্য নেতৃবৃন্দরা আমাকে মূল্যায়ন করবেন। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে চাই।