গাইবান্ধার ফুলছড়িতে পুলিশের বাঁধার মুখে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী পন্ড হওয়ায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি।
বুধবার (১ সেপ্টেম্বর) দুুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি র্যালী বের করে। র্যালীটি দলীয় কার্যালয় থেকে বের হলে থানা পুলিশ বাঁধা দেয়। এসময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ¯েøাগান দিতে থাকে। র্যালী করতে না পারলে ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে।
ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ আসনের বিএনপির নমিনী ফারুক আলম সরকার। ফুলছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক শফিউল করিম দোলন, উদাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ হামিদুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম, ফজলুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিলন, উড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আহসান হাবীব, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ম-আহবায়ক আবু সাঈদ, রওশনুজ্জামান রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমাস হোসাইন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন, বিএনপি নেতা রবিন হাসান খাজা প্রমুখ। পরে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।