স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ বলেন, ‘বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা হবে। আর বাংলাকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে কৃষিকে ‘স্মার্ট কৃষি’তে পরিণত করতে হবে।
সোমবার (২২ মে) সকাল ১১টায় জামালপুরের সরিষাবাড়ীতে সাতপোয়া ইউনিয়নের চর-ছাতারিয়া গ্রামের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে বোরো ধান প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমাদের কৃষি কাজে আরো উন্নত হতে হবে। কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি কাজ করতে হবে। সকল কৃষক এক সাথে ফসল ফলানোর জন্য মাঠে কাজ করতে হবে। দুর্যোগ মোকাবেলায় সময়সূচি, নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক কৃষকে কাজ করতে হবে।
মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান জেলী আক্তার, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের। এছাড়া স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ সময় নির্বাহী কর্মকর্তাসহ সকল উপস্থিতিরা কৃষি বিভাগ থেকে কৃষকদের দেয়া আধুনিক কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টরের মাধ্যমে প্রদর্শনী প্লটের ধান মাড়াই/কাটা পরিদর্শন করেন।