জামালপুরের সরিষাবাড়ীতে পশু-খাদ্য ও গোশত ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার পৌর আরামনগর বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ মোতাবেক লাইসেন্স বিহীন ও ভেজাল গোশত বিক্রির দায়ে বাজারের শহীদ নামে এক ব্যবসায়ীকে ৫’হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাউসেন্স বিহীন দোকানে ও পশুখাদ্যসহ মানুষের খাদ্য বিক্রির দায়ে পোল্ট্রি ব্যবসায়ী সুমনের নিকট থেকে ৩’হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডা: সুলতান, সরিষাবাড়ী থানার এসআই বশিরসহ আইন শৃঙ্খলারা অন্যান্য সদস্যরা।
এ-বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, আদালত পরিচালনাকালে দেখা যায় গরুর বাসি মাংস দোকানে বিক্রি হচ্ছে, পশু খাদ্যে বিক্রির অনুমোদন নেই দোকানে, তামাক পণ্যের প্রচারণা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেই সব ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।