টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাব ২৪ ঘন্টার মধ্যে গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম। মে দিবসে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ নেতার ঘোষণায় ভাড়া বৃদ্ধি, শিরোনামে সংবাদ প্রকাশের পর বৃহষ্পতিবার (৪ মে) সকালে ভূঞাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শ্রমিকদের সামনে উস্কানীমূলক ভাবে তিনি এ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূঞাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান। এ ঘটনায় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সমম্পাদক আ: রাজ্জার বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি অভিযোগ করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টায় আওয়ামী লীগ নেতা ও ভূঞাপুর উপজেলা সিএনজি অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম এবং প্যানেল মেয়র জাহিদুল ইসলাম শ্রমিকদের সমন্বয় করে সংবাদকর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তিনি সংবাদ কর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এছাড়া ২৪ ঘন্টার মধ্যে প্রেসক্লাব সরিয়ে না নিলে ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে প্রেস ক্লাব ভেঙে দেয়ার জন্য শ্রমিকদের নির্দেশ দেন। পরে শ্রমিকরা লাঠিশোটা নিয়ে প্রেসক্লাব ভেঙে ফেলার জন্য প্রেসক্লাব প্রাঙ্গনে হাজির হয় এবং এশিয়ান টেলিভিশনের ক্যামেরা পার্সন আরিফুজ্জামান তপুর উপর আক্রমনের উদ্দেশ্যে ধাওয়া করে।
এ বিষয়ে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামানিক সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আইনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ইতিমধ্যে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রেসক্লাব কতৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।