জামালপুরের সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী এলাকায় বিয়ের এক অনুষ্ঠানে করা হয় ব্যতিক্রমী আয়োজন। শুভ বিবাহ উপলক্ষে খাওয়া-দাওয়ার পাশাপাশি আত্মীয় স্বজনদের করে দেওয়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
জানা যায়, গত বুধবার (৪ মে) কেন্দুয়া কালিবাড়ী বাজার সংলগ্ন এলাকার হরিদাস বিশ্বাসের কন্যা দিপা বিশ্বাস ও একই উপজেলার গোদা শিমলা গ্রামের শুভ বিশ্বাসের শুভ বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহের অন্যান্য আয়োজনে পাশাপাশি রাখা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। ক্যাম্পেইনটি পরিচালনা করেন ‘ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ নামের এক সেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে আসা শতাধিক মেহমানদের দিনব্যাপি বিনামূল্যে রক্তের এই গ্রুপ নির্ণয় করেদেন সংগঠনের সদস্যরা।
বিয়েতে এমন ব্যতিক্রমী আয়োজনে সম্পর্কে জানতে চাইলে এই নব-দম্পতিরা বলেন, ‘বিয়ের উপলক্ষে আত্মীয় স্বজনদের বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া একটি মানবিক কার্যক্রম। এতে সুবিধা হচ্ছে বিয়েতে আসা সকলেই নিজে রক্তের গ্রুপ বিনামূল্যে জানতে পারবে এবং মুমূর্ষ রোগীর প্রয়োজন হলে একে অপরকে রক্ত দিতে পারবে।
বিয়ে বাড়িতে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম নিয়ে ব্লাড ফাইটার হিউমিটি সংগঠনের উপদেষ্টা রাজিবুল ইসলাম রিপন জানান, ‘বিয়ে বাড়িতে অনেক লোকজন একত্রিত হয়। তারা অনেকেই নিজের রক্তের গ্রুপ জানে না। তবে ক্যাম্পেইনের মাধ্যমে রক্তের গ্রুপ জানতে পারলে নিজেদের আত্মীয়-স্বজনদের প্রয়োজনে রক্ত দিতে পারবে। মানুষের মাঝে বার্তা পৌঁছে দিতে এবং গর্ভবতী মায়েদের জন্য রক্ত প্রস্তুত রাখতে সচেতন করা হয়।
এসময় ক্যাম্পেইন পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনে আসাদুল ইসলাম আসাদ, রাসেল হোসাইন, হারুন মল্লিক নীল, ইউসুফ আহমেদ সুমন, রফিকুল ইসলাম, রিদয় আহমেদ, আবু সালেহ টিপু সুলতান, আয়শা আক্তার আশা, জুঁই আক্তার প্রমুখ।