জামালপুর সদর উপজেলার গোপালপুরে বিরোধপূর্ণ জমিতে লাগানো গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রোকন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোকনের বাবা আব্দুর রহমান আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) সদর উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রোকনের বাবার সঙ্গে প্রতিবেশী লোকমান হোসেন ও তার ছেলে লিপন, শিপনের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে গাছের ডাল কাটা নিয়ে মঙ্গলবার বিকালে প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রোকন ও তার বাবার উপর হামলা চালায় । এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যার পর রোকন মারা যান।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।