৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও (সকাল ১০টা) এখনো নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন এখনো জ্বলছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্বিস কাজ করছে। মোট ১১ জন ফায়ারকর্মী আহত হয়েছেন।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও বিজিবির (বর্ডার গার্ড অব বাংলাদেশ) পাশাপাশি কাজ করছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে ১২ প্লাটুন বিজিবি।