বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। নিজের প্রতিষ্ঠিত ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার মৃত্যু হয়।
ইতিমধ্যে দেশের সর্বস্তরের জনগণ গভীর শ্রদ্ধা জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা: মামুন মোস্তাফী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।