টানা চতুর্থ বার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। গত মার্চ মাসের পারফরম্যান্স বিবেচনায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের নাম ঘোষণা করেন। এসময় তিনি মোল্লা আজিজুর রহমানের হাতে ক্রেষ্ট তুলে দেন।অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীনসহ সিনিয়র অফিসার বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ অর্জনে জেলা পুলিশ সুপার ও অন্যান্য সিনিয়র অফিসারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন (ওসি) মোল্লা আজিজুর রহমান।
এসময় তিনি বলেন, এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রম ও কালিহাতীবাসীর সহযোগিতার ফল। জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর। আজকের অর্জন আমার কালিহাতী থানার প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম।