জামালপুর সদর উপজেলায় হিয়া মনি নামের দুই বছরের এক শিশুকে বিষপানে হত্যার অভিযোগে তার মা ফারজানা খাতুনকে (২২) আটক করেছে পুলিশ। আজ শনিবার (০৮ এপ্রিল) বেলা দুইটার দিকে জামালপুর জেনারেল হাসপাতাল চত্বর থেকে পুলিশ তাঁকে আটক করে।
আজ শনিবার (০৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামে ফারজানা খাতুনের বাবার বাড়িতে বিষপানের ঘটনাটি ঘটে। হিয়া মনি শেরপুর সদর উপজেলার বেতমারি ঘুঘরাকান্দি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আবদুল হালিম ও ফারজানা খাতুনের মেয়ে। আবদুল হালিম স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক।
দায়িত্বরত চিকিৎসক জানান, শিশুটিকে বিষপান করানো হয়েছিল। খবর পেয়ে বেলা দুইটার দিকে সদর থানার পুলিশ হাসপাতাল চত্বর থেকে শিশুটির মা ফারজানাকে আটক করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, শিশুটির মাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। তবে কেন এমন ঘটনা ঘটিয়েছেন, তা তিনি এখনো জানাননি। এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হালিম বাদী হয়ে একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।