টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) ১১ টার দিকে সচেতন নারী সমাজের ব্যানারে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
সচেতন নারী সমাজের ব্যানারে শহরের ভাসানী হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা সদর রোড দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে আওয়ামীলীগ নেতা বড় মনির নামে নানা ধরণের অশ্লীল শ্লোগানসহ ফাঁসি দাবি করা হয়। এ সময় বক্তব্য রাখেন, নারী নেত্রী তাহমিনা বেগম, কাকলী, শবনম আক্তার, হাসিনা বেগম, কলি আক্তার, রুনা লায়লা, আমিনা খাতুন, নার্গিস আক্তার, রহিমা বেগম প্রমুখ।
বক্তারা শহর আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক নারীকে অন্ত:স্বত্তা করার অভিযোগের দ্রুত তদন্ত করে তার ফাঁসির দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
প্রকাশ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে ৫ এপ্রিল (বুধবার) গভীর রাতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন অন্তঃসত্ত্বা এক কিশোরী।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে ওই কিশোরী আদালতে দন্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। টাঙ্গাইলের প্রভাবশালী এমপি’র বড় ভাইয়ের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে মামলা হওয়ায় জেলার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে শহরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।