জামালপুরের সরিষাবাড়ীতে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই সার বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউস ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সকল ইউনিয়নের কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই সব বিতরণ করা হয়। এসময় ৪’শত জন কৃষককে এক বিঘা জমির জন্য ৫কেজি করে আউস ধানের বীজ ১০কেজি করে ডিএসপি ও ১০কেজি করে এমপি সার প্রদান করা হয়। এছাড়া কৃষি প্রজনা প্রণোদনের আওতায় পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২হাজার ৪শত জন কৃষককে প্রতি বিঘা জমির জন্য ১কেজি করে উন্নত মানের পাট বীজ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে বিতরণ কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা, সমবায় অফিসার আব্দুল হালিম প্রমুখ। এছাড়া উপকার ভোগি কৃষকগণ ও কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।